ঈদগাঁও সংবাদদাতাঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীতে জানাযার নামাজ পড়তে গিয়ে হামলার শিকার হলেন গোলাম কাদের (৪৫) নামের ব্যবসায়ী।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯ টার সময় ইউনিয়নের গোমাতলী বাজারে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত গোলাম কাদের ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর গোমাতলী গ্রামের মৃত হাজী মোস্তাক আহমদের ছেলে।

তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় আত্মীয়রা। এ ঘটনায় চিহ্নিত ৫ জনকে আসামী করে ঈদগাঁও থানায় লিখিত এজহার দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে ও থানায় লিখিত এজহারে জানা গেছে, একই এলাকার আবদুল্লাহর  সাথে গোলাম কাদেরের জমি-জমার বিরোধ ছিল।

এদিন সকাল সাড়ে ৮ টার সময় স্থানীয় মরহুম নুরুল আবছার মেম্বারের জানাযার নামাজ শেষ করে গোলাম কাদের বাজারে অবস্থান করছিলেন।

এসময় মোঃ ফারুক, হারুন, দেলোয়ার মনি, আবদুল্লাহ দা-কিরিচ-হাতুড়ী নিয়ে এসে গোলাম কাদেরকে উপর্যুপরি কুপাতে থাকে।

গোলাম কাদেরের পুত্র ও মামলার বাদী শাহ মোহাম্মদ ইমরান বলেন, এদিন আমার বাবা জানাযা নামাজ পড়ে বাজারে অবস্থান করছিলেন। পরিকল্পিত ভাবে অভিযুক্তরা আমার বাবাকে কুপিয়েছে। এসময় তারা বাবার পকেট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় এজহার দায়ের করেছি।

ঈদগাঁও থানার পুলিশ উপপরিদর্শক শামীম আল মামুন বলেন, এ ঘটনায় ৫ জনকে আসামী করে লিখিত এজহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এর সাথে জড়িত কেউই রেহাই পাবে না।