প্রেস বিজ্ঞপ্তি:

আগামী ২০ সেপ্টেম্বর কক্সবাজার জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে যারা দলীয় বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করে যাচ্ছেন তাদেরকে অত্র নোটিশ/প্রেস বিজ্ঞপ্তি প্রাপ্তির সাথে সাথে অর্থাৎ ১২ সেপ্টেম্বর ২০২১ইং এর মধ্যে নির্বাচন থেকে সড়ে এসে দলীয় মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে কাজ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে অনুরোধ করা হইল। নির্দেশ অমান্য করে যারা দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্র মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও আসন্ন নির্বাচনে যে সমস্ত নেতা কর্মী দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিবে অথবা নিষ্ক্রিয় ভুমিকা পালন করছেন তাদেরকে অবিলম্বে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করার জন্য কেন্দ্রিয় নির্দেশক্রমে অনুরোধ করা হইল। অন্যথায় তাদের বিরুদ্ধেও অনুরুপ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।