নিজস্ব প্রতিবেদক :

বর্তমান সমাজে বিয়ে বাড়িতে ধুমধাম আয়োজন থাকে এটা রেওয়াজ হয়ে আছে যুগ যুগ ধরে। আর শোক দিবস, কুলখানি অথবা জন্মদিনে ওয়াজ মাহফিলের আয়োজন হয়ে থাকাটা স্বাভাবিক।তবে এবার ব্যতিক্রমধর্মী বিয়ে উপলক্ষে মাহফিলের আয়োজন করেছে ঈদগাঁও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নামের এক যুবক। পুর্ব নির্ধারিত আজ ১০ সেপ্টেম্বর। বর সাইফুল ইসলাম জালালাবাদ ইউনিয়নের উত্তর লরাবাগ গ্রামের মৃত মীর আহমদ ছেলে এবং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী মেম্বার জাহানারা বেগম দম্পতির ছেলে। জানা যায়, সাইফুল ইসলামের সাথে পার্শ্ববর্তী চৌফলদন্ডী ইউনিয়নের এক যুবতীর সাথে

ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। উভয় পরিবারের সম্মাতিক্রমে বিয়ের ধার্য্য দিন ছিল আজ। যথারীতি স্বল্প সংখ্যক আত্মীয় স্বজন কনের পিত্রালয়ে বৈরাত গিয়ে বরের বাড়িতে নিয়ে আসেন।এদিন সন্ধ্যায় গানবাজনার বদলে বাড়ির উঠানে আয়োজন করা হয় ওয়াজ মাহফিলের। মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তসরিফ পেশ করেন ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মৌলানা জহিরুল ইসলাম,বিশেষ বক্তার তাসরিফ পেশ করেন মাইজ পাড়া মাদ্রাসার শিক্ষক মৌলানা মুবিনুল হক। এ সময় এলাকার অসংখ্য নারী পুরুষ, মুসল্লী উপস্থিত ছিলেন। পরে অসহায় পরিবারের সদস্যদের সম্মানার্থে ভোজের আয়োজনও করা হয়।