বার্তা পরিবেশক:

কক্সবাজারের উখিয়া দারোগা বাজার কেন্দ্রীয় মহা শ্মশান ভূমি অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ মামলা বাস্তবায়ন পূর্বক জমি উদ্ধারের দাবীতে মন্দির ভিত্তিক কালো পতাকা উত্তোলন, প্রতিবাদ সমাবেশ, ঘন্টা ব্যাপী সান্ধ্যকালীন আরতি বন্ধ ও গণস্বাক্ষর কর্মসূচী শুরু হয়েছে।

জানা যায় পূর্ব ঘোষিত ১২ দফা কর্মসূচির ধারাবহিকতায় গত কাল ১১ সেপ্টেম্বর শনিবার বেলা এগার টায় উখিয়া মহাকাল ভৈরব মন্দির প্রাঙ্গণে দারোগা বাজার সমাজ, শ্মশান, ভৈরব ও দুর্গা মন্দির উন্নয়ন পরিচালনা পরিষদের সভাপতি বাবু মৃদুল আইচের নেতৃত্বে উখিয়া দারোগা বাজার কেন্দ্রীয় মহা শ্মশান ভূমি অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ মামলা বাস্তবায়ন পূর্বক জমি উদ্ধারের দাবীতে মন্দির ভিত্তিক কালো পতাকা উত্তোলন, প্রতিবাদ সমাবেশ, ঘন্টা ব্যাপী সান্ধ্যকালীন আরতি বন্ধ ও গণস্বাক্ষর কর্মসূচী চলমান রয়েছে বলে জনান উখিয়া দারোগা বাজার সমাজ, শ্মশান, ভৈরব ও দুর্গা মন্দির উন্নয়ন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রতন কান্তি দে।

২০ সেপ্টেম্বর ২০২১ ইং এর মধে উচ্ছেদ মামলা কার্যকর ও পাকা স্থাপনা নির্মাণ বন্ধ এবং জড়িত দুস্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবীতে মনববন্ধন বিক্ষোভ সমাবেশ পুজা স্থগিত সহ (১২ দফা) বিভিন্ন কর্মসূচী সম্বালিত স্বারকলিপি প্রদান করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন আহমেদ এর মধ্যমে জেলা প্রশাসকের বরাবরে

“শেষ ঠিকানা রক্ষায় এগিয়ে আসি-পরিবারের লোভী অসৎ উদ্দেশ্যে উৎখাত করি”এই স্লোগানকে ধারণ করে উখিয়ার সকল হিন্দু সম্প্রদায়ের প্রতি সহযোগিতা কামনা করে এবং উখিয়া সদর শ্মশান উদ্ধারে এগিয়ে আসার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন উখিয়া দারোগা বাজার সমাজ, শ্মশান, ভৈরব ও দুর্গা মন্দির উন্নয়ন পরিচালনা পরিষদের উপদেষ্টা প্রবিন ব্যক্তি মাস্টর মুকুন্দ প্রসাদ রুদ্র। গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন হিন্দু সম্প্রদায়ের অসংখ্য ব্যাক্তিবর্গ।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাস্টার মধু সুধন দে, রতন দেওয়ানজী, প্রধান ব্রাম্মণ শ্রী হারাধন চক্রবর্ত্তী, ব্রাম্মণ শ্রী বিমল চক্রবর্ত্তী, সদস্য এডঃ রবীন্দ্র দাস (রবি) রুপন দেওয়ানজী, দীপন বিশ্বাস, কাজল আইচ, উৎফল বিশ্বাস, কাজল বিশ্বাস, বাসু দে, সজল আইচ, সুনিল নন্দি, রুবেল চক্রবর্ত্তী, রিপন রুদ্র, ছোটন চৌধুরী, রিমন দাশ, রাহুল বিশ্বাস, জয় সেন, অজয় আইচ, শুভ সেন, অতুনু মল্লিক, ইমন আইচ, রনি, সানি ধর, মানি দাশ প্রমুখ করেন।