সংবাদদাতা:
চকরিয়ার হারবাং জমিদার পাড়ার নিবাসী আলী জহুর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ১১:২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আলী জহুর ৩ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন।
শনিবার বাদে জুহর হারবাং দারগাহ জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মৃত্যুর সংবাদটি জানিয়েছেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মরহুমের নাতি গিয়াস উদ্দিন জিকু।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।