সিবিএন ডেস্ক:
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক খন্দকার এম তালহাকে ফ্রান্সে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা তালহা নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘ স্থায়ী প্রতিনিধির অফিস, তেহরান ও লন্ডনে কর্মরত ছিলেন। এছাড়া তিনি রাষ্ট্রাচার প্রধান, দক্ষিণ এশিয়া অনুবিভাগ ও বহুপাক্ষিক অর্থনৈতিক অনুবিভাগে কর্মরত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী তালহা ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে ফরেন অ্যাফেয়ার্স ও ট্রেডের ওপরে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।