ইমাম খাইর, সিবিএন:

কক্সবাজারে করোনায় ২ রোহিঙ্গাসহ ৫ জনের মৃত্যু হয়েছে। সেখানে একজন হোপ-সারি আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে, বাকি চারজন জেলা সদর হাসপাতালে মারা গেছে।

কক্সবাজার সিভিল সার্জ অফিস থেকে প্রকাশিত গত ২৪ ঘণ্টার (৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী- উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৪ এর নুর বেগম (৬০) নামক মহিলা মারা গেছেন হোপ-সারি আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে। তিনি সেখানে চারদিন চিকিৎসাধীন ছিলেন।

সদর হাসপাতালে ১৮ দিন চিকিৎসা শেষে মারা গেছেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ২-ডব্লিউ এর বাসিন্দা নুর আহমদ (৬৯)।

এছাড়া জেলা সদর হাসপাতালের এইচডিইউতে চারদিন পরে উখিয়ার নুরুল আমিন (৬৯), আইসিইউতে দুইদিন পর চকরিয়ার মুসলিমা খাতুন (৯০) এবং ৫ দিন চিকিৎসা শেষে রামুর নবী আহমদ (৮৫) এর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৫ জনের কেউ করোনার টিকা দেয় নি।

এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কক্সবাজার জেলায় মারা গেছে ২৭৪ জন। সেখানে সদরে ১১১, চকরিয়া ৩২, পেকুয়া ১১, কুতুবদিয়া ৪, মহেশখালী ৭, রামু ২৪, উখিয়া ৫৫ এবং টেকনাফে ৩০ জন। -তথ্য সুত্র: সিভিল সার্জন অফিস।