নিজস্ব প্রতিবেদক :
চাঁদাবাজি মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে  সালাহ উদ্দিন জাসেদকে। বুধবার (০৮ আগস্ট) মামলার শুনানি শেষে চাঁদাবাজির সংশ্লিষ্টতা পাওয়ায় বিজ্ঞ আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সালাহ উদ্দিন জাসেদ উখিয়া নিদানিয়ার মেহের আলীর পুত্র।

মামলার বাদি হাজী ছৈয়দ আলম জানান, সালাহ উদ্দিন জাসেদের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, অপহরণ, নারী নির্যাতন, গাড়ি চুরিসহ একাধিক মামলা রয়েছে। সে আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। যার জন্য তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করি। এই মামলার কার্যদিবস ছিল বুধবার। এই মামলায় সালাহউদ্দিন জাসেদ জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তা নাকচ করে তাকে কারাগারে প্রেরণ করে ।