সিবিএন ডেস্ক:
আফগানিস্তানে অবস্থানরত ১০ জন বাংলাদেশির মধ্যে সাত জন সেখানে অবস্থান করতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ১০ জন বাঙালি এখনও সেখানে আছেন। এরমধ্যে তিন জন উন্নয়নকর্মী। বাকি সাত জন সেখানে স্বেচ্ছায় আছেন। এটি আমাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ পয়েন্ট। তারা সেখানে একটি স্বস্তিদায়ক পরিবেশ পাচ্ছে।

এদিকে ছয় জন বাংলাদেশি, যারা স্পেনে একটি মার্কিন ঘাঁটিতে অবস্থান করছে, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে একটি সূত্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, তাদের আগস্ট মাসের শেষ দিকে প্রথমে রিয়াদে এবং পরে স্পেনে নিয়ে যাওয়া হয়। ফিরিয়ে আনার বিষয়ে এসব বাংলাদেশি ও মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি।

১৬০ জন আফগান ছাত্রী:
এদিকে ওই ছয় বাংলাদেশির সঙ্গে চট্টগ্রামের এশিয়ান ওমেন বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন আফগান ছাত্রী একই ঘাঁটিতে অবস্থান করছে। তাদের যুক্তরাষ্ট্রে পড়াশোনার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, বাংলাদেশের থেকে তারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে বেশি আগ্রহী। আমরা যতদূর শুনেছি তারা যুক্তরাষ্ট্রে পড়তে যাবে।