সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ‘দৈনিক কক্সবাজার’ পত্রিকার সম্পাদক, কিংবদন্তি সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম তারিকুল আলম, প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আকতার পাখি, কাউন্সিলর এস.আই.এম.আক্তার কামাল আজাদ, মিজানুর রহমান, দিদারুল ইসলাম রুবেল, সাহাব উদ্দিন সিকদার, ওমর ছিদ্দিক লালু, আশরাফুল হুদা সিদ্দিকী জামসেদ, রাজ বিহারী দাশ, সালাউদ্দিন সেতু, নুর মোহাম্মদ মাঝু, ইয়াছমিন আকতার, জাহেদা আকতার, নাছিমা আকতার, সচিব রাছেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী নুরুল আলম এবং কক্সবাজার পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আহবায়ক শামিম আকতারসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সকলে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ কক্সবাজারের সাংবাদিক সমাজের অহংকার, বঙ্গবন্ধু’র ঘনিষ্ঠ সহচর এবং জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের শুণ্যতা কখনো পুরণ হবার নয় বলে মন্তব্য করেন।