স্পোর্টস ডেস্ক: ম্যাচ শুরুর মাত্র সাত মিনিট যেতে না যেতেই ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সির একাধিক কর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্যদের নিয়ে হানা দেন মাঠে। হুট করে মাঠে ঢুকে পড়েন মার্তিনেজ, রোমেরো ও লো সেলসোকে আটক করার জন্য। খেলোয়াড় ও স্বাস্থ্য সংস্থার কর্তাদের মধ্যে হাতাহাতিও হয়েছে। আপাতত এই অভূতপূর্ব কাণ্ডের জন্য ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ বন্ধ। আনুষ্ঠানিকভাবে ম্যাচ স্থগিত হয়ে যাওয়ার ঘোষণা চলে আসতে পারে কিছুক্ষণের মধ্যে।

ব্রাজিলের কোয়ারেন্টিন নিয়ম না মেনে দেশটায় খেলতে এসেছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো আর জোভান্নি লো সেলসো, এই দায়ে আজ খেলতে পারবেন না, এমনটা শোনা গেলেও শেষমেশ তাঁদের নিয়েই দল সাজিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শুরুও হয়ে গিয়েছিল ব্রাজিলের সাও পাওলোতে। এর মধ্যেই হঠাৎ বন্ধ করে দেয়া হলো ব্রাজিল-আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ম্যাচটি।