সিবিএন ডেস্ক:
বাংলাদেশ ও ভারতসহ ১০টি দেশের ওপর থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ফিলিপাইন। আগামীকাল সোমবার থেকে এসব দেশ থেকে মানুষজন ফিলিপাইনে প্রবেশ করতে পারবেন। ফিলিপাইনের সংবাদমাধ্যম ম্যানিলা টাইমসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র এ কথা জানায়।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফিলিপাইন।

যদিও গত শুক্রবার দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ ২০ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক ঘোষণায় বলা হয়, এই দশটি দেশ থেকে মানুষজন ফিলিপাইনে আসতে পারবে। তবে, করোনার নমুনা পরীক্ষা ও কোয়ারেন্টিন প্রটোকল মানতে হবে।

আজ রোববার পর্যন্ত ফিলিপাইনে ২০ লাখ ৬১ হাজার ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৩৪ হাজার ৬২ জন করোনায় মারা গেছে। আর এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছে ১৮ লাখ ৬৯ হাজার ৩৭৬ জন। বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।