সিবিএন ডেস্ক:
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জন্য ভ্রমণের নিয়ম শিথিল করেছে তুরস্ক। তবে, তারা কয়েকটি দেশ থেকে সরাসরি ফ্লাইটে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি রেখেছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

তুরস্ক করোনা মহামারির বিস্তার ঠেকাতে বিদেশ থেকে আগতদের জন্য দেওয়া ভ্রমণের বিধিনিষেধগুলো হালনাগাদ করে গতকাল শনিবার থেকে সেগুলো কার্যকর করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের যাত্রীদের, অথবা যারা গত ১৪ দিনের মধ্যে দেশগুলোতে ছিলেন—তাদের ৭২ ঘণ্টার মধ্যে প্রাপ্ত পিসিআর পরীক্ষায় করোনা নেগেটিভের রিপোর্ট জমা দিতে হবে।

তবে, যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা তুরস্কের অনুমোদিত কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করেছেন অথবা তুরস্কে প্রবেশের অন্তত ১৪ দিন আগে জনসন অ্যান্ড জনসন টিকার ডোজ নিয়েছে, তাদের নিভৃতবাস বা কোয়ারেন্টিনে থাকতে হবে না।