এম.মনছুর আলম, চকরিয়া :
চকরিয়ায় বজ্রপাতে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নস্থ বমুরকুল এলাকায় এ ঘটনা ঘটে।

দোকানের অন্তত ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে আকস্মিক ভাবে প্রচন্ড বজ্রপাত ও বৃষ্টি হয়। ওইসময়
উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নস্থ বমুরকুল এলাকায় রাত তিনটার দিকে একটি বজ্রপাত শফির দোকানে পড়লে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ব্যবসায়ীর মুদির ও চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে বজ্রপাত ও বৃষ্টি থামলে দোকানদার শফি ঘটনাস্থলে পৌছে দেখতে পান তার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল মতলব বজ্রপাতের আগুনে দোকান পুড়ে যাওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাত ঘটে দোকান পুড়ে যাওয়ার খবর পেয়ে সকালে দ্রুত ঘটনাস্থল যাওয়া হয়। ব্যবসায়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে।তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে উপজেলা প্রশাসনের মাধ্যমে সহযোগতিার দেয়ার আশ্বাস দেন।