নিজস্ব প্রতিবেদক:
করোনায় ক্ষতিগ্রস্থ শতাধিক ব্রাহ্মণ-পুরোহিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে শ্রীশ্রী সরস্বতী বাড়ি প্রাঙ্গনে সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা ব্রাহ্মণ সংসদের উদ্যোগে এই খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়। কক্সবাজার জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি এডভোকেট মৃনাল কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ। তিনি বলেন, ব্রাহ্মণ-পুরোহিতরা সনাতনী সমাজের দর্পণ। জেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সনজিত চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পুরোহিত-সেবায়েত প্রশিক্ষণ প্রকল্পের কনসালটেন্ট সুকুমার দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা সাংবাদিক বলরাম দাশ অনুপম। উক্ত অনুষ্ঠানে ব্রাহ্মণ-পুরোহিতদের করোনাকালীন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।