অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখান দিয়ে যাওয়ার সময় স্প্যানের গায়ে রো রো ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’র ‘ফ্ল্যাগ স্ট্যান্ড’র ধাক্কা লেগেছে। স্প্যানটি নদীর পানি থেকে প্রায় ১৮ মিটার উঁচু।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ‘ওয়ান-বি’ নামক স্প্যানে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।

ফেরিটি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যুক্ত হতে পাটুরিয়া ঘাটে যাচ্ছিল।

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম বলেন, ‘যেকোনো ব্রিজ পার হওয়ার সময় ফেরির ওপরের অংশের “ফ্লাগ স্ট্যান্ড” নিচে নামাতে হয়। শিমুলিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাট যাওয়ার সময় পথে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ড পদ্মা সেতুর স্প্যানে লাগে।’

তবে স্ট্যান্ডটি ভেঙে যায়নি, বাঁকা হয়ে গেছে বলে দাবি করেন তিনি।

গত ৯ আগস্ট এই ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার সময় পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের ধাক্কা লেগেছিল। এতে পিলারের পাইল ক্যাপ ক্ষতিগ্রস্ত হয়।
-ডেইলি স্টার