মো.আবুল বাশার নয়ন, বান্দরবান:
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাইক্ষ্যংছড়িতে শুভ জন্মাষ্ঠমী পালন করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ।

সোমবার (৩০আগস্ট) সকালে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের সার্বজনীন শ্রী শ্রী হরিমন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।

এবারও করোনার কারনে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ঘরোয়াভাবে এ উৎসবের আয়োজন করা হয়। মন্দির প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে শোভাযাত্রা ও ভক্তরা একত্রিত হন।

সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির জন্মাষ্ঠমী উদযাপন কমিটির সভাপতি লক্ষণ কান্তি দে জানান, করোনার কারণে মন্দির প্রাঙ্গনে ঘরোয়াভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ভক্তরা যোগ দিয়ে বিশেষ প্রার্থনা আর উপোস করেন অনেকে। প্রার্থনায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি মতিলাল সূত্র ধর, রঞ্জন দাশ, মানস মহাজন নিলু, লিটন দে প্রমুখ।

এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ছাড়াও বাইশারী, ঘুমধুমসহ মোট তিনটি বড় মন্দিরে এবার জন্মাষ্টমী অনুষ্ঠান ধর্মীয় রীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে পালিত হচ্ছে।