বলরাম দাশ অনুপম:
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী সোমবার (৩০ আগস্ট)। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সারাদেশের ন্যায় কক্সবাজারেও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে সোমবার সকাল ৯টায় শহরের প্রধান সড়কস্থ শ্রীশ্রী সরস্বতী বাড়ি প্রাঙ্গনে গীতাপাঠ প্রতিযোগিতা, দুপুর ১২টায় আলোচনা সভা, দুপুর ১টায় প্রার্থনা ও পুরস্কার বিতরণ এবং দুপুর দেড় টায় প্রসাদ বিতরণ।

এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ও উদ্বোধক থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি থাকবেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ। এতে সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল চন্দ্র শর্মা। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে সকলকে নিমন্ত্রণ জানিয়েছেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক বিশ^জিৎ ব্যানার্জি।