মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করলেন নবাগত মহাপরিচালক ড.আবূুল জলিল।
তিনি পূর্ণ মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর শুক্রবার (২৭ আগস্ট) এ প্রথম তিনি নাইক্ষ্যংছড়িতে আসেন। তিনি সকালে নাইক্ষ্যংছড়ি পৌঁছালে কেন্দ্রের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তারা।

পরিদর্শন কালে তিনি চলমান বিভিন্ন গবেষণা কার্যক্রম ও গবেষণা খামারসমূহ ঘুরে ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও তিনি অফিস ব্যবস্থাপনা ও খামার ব্যবস্থাপনা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন কালে তার সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. এস এম জাহাঙ্গীর হোসেন এবং সিস্টেম এনালিস্ট মোঃ লুৎফুল হক। এসময় নাইক্ষ্যংছড়ি বিএলআরআই এর স্টেশন ইনচার্জ মোঃ শামিম হাসানসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।