সংবাদদাতা:
বাংলাদেশ বন অধিদপ্তরের সাবেক প্রধান বন সংরক্ষক এবং আইইউসিএন এর কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক উদ্দিন আহমেদের মাতা বেগম জাহানারা আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। গত সোমবার (২৩ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় বার্ধক্যজনিত কারণে তিনি ঢাকায় নিজ বাস ভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। সোমবার রাতে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে নামাজে জানাজা শেষে জমিদার পাড়ার পারিবারিক কবরাস্হানে দাফন করা হয়। মৃত্যুকালে বেগম জাহানারা আহমেদ দুই ছেলে এক মেয়ে নাতি নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার অপর ছেলে প্রকৌশলী ইরতিশাদ উদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক। তার একমাত্র মেয়ে শওকত আরা বেগম সুপ্রিম কোর্টের সাবেক বিচারক বিচারপতি মনসুরুল হক চৌধুরী।

বেগম জাহানারা আহমেদ হারবাং ইউনিয়নের প্রখ্যাত জমিদার পরিবার ও অবিভক্ত ভারতের মন্ত্রী খান বাহাদুর জালাল উদ্দীন আহমেদের পুত্র চট্টগ্রাম কলেজের অধ্যাপক বিশিষ্ট সমাজ সেবক প্রফেসর ইহতিশাম উদ্দিন আহমেদের স্ত্রী।