প্রেস বিজ্ঞপ্তি
জেলার বর্ষিয়ান আলেমেদ্বীন, কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাকেন্দ্র জামিয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীর প্রতিষ্ঠাতা মুহতামিম ও বর্তমান সদরে মুহতামিম, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোখতার আহমদ (রহ.) এর ইন্তেকালে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফরিদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দীন গাজী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, কক্সবাজার শহর আমীর মাওলানা মাওলানা খালেদ সাইফী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, সদর উপজেলা আহবায়ক হাফেজ মাহমুদুল হাসান, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু প্রমুখ।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মোখতার আহমদ (রহ.) ছিলেন একজন সর্বজন শ্রদ্ধেয় অভিভাবক আলেমেদ্বীন। সুদীর্ঘ সময় ধরে তিনি জেলার বৃহৎ দ্বীনি শিক্ষাকেন্দ্র জামিয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীর মুহতামিম হিসেবে জান-মাল দিয়ে ইসলামী শিক্ষা বিস্তারে নিবেদিত ছিলেন। পুরোটা জীবন ইলমে নবভীর দরস-তাদরীসে কাটিয়েছেন তিনি। এছাড়াও ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার জেলার সভাপতিসহ নানা গুরুত্বপূর্ণ দ্বীনি দায়িত্বে নিষ্ঠাপূর্ণ ভূমিকা পালন করে তিনি কুরআন-সুন্নাহর শাশ্বত পয়গাম ছড়িয়ে দিতে যে অনন্য অবদান রেখে গিয়েছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। বহু আলেম-ওলামার উস্তায, বর্ষীয়ান এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা একজন অভিভাবক আলেমেদ্বীনকে চিরতরে হারালাম। আমরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

উল্লেখ্য, সোমবার (২৩ আগষ্ট) বেলা আড়াইটার সময় মাওলানা মোখতার আহমদ (রহ.) ইন্তেকাল করেন।