ফারুক আহমদ , উখিয়া :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্হাপনা বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উখিয়ার রত্না পালং ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে।
সোমবা (২৩ আগষ্ট) সকালে রত্না পালং ইউনিয়ন পরিষদ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী । কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ও পপুলেশন মুভমেন্ট কক্সবাজার এর হেড অব অপারেশন এম এ হালিম।
ইউনিয়ন দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হেড অব সাব ডিলিগেশন মিঃ রিচহি কিচ সহকারী পরিচালক আকরাম আলী ও রিলিফ এন্ড ফাইন্যান্স মোহাম্মদ মিজানুর রহমান, দাতা সংস্থা ইউএনডিপির দেওয়ান জিন্নাহ।
দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের আইএফআরসি ও আমেরিকান রেড ক্রসের যৌথ সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন ,সাংকেতিক সংকেত, দুর্যোগ প্রশোমন, ও সাড়াদান বিষয়য়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে ।
এতে সরকারি কর্মকর্তা , জন প্রতিনিধি, শিক্ষক , গণমাধ্যম কর্মী, ইমাম ও সিসিপি সদস্যগণ অংশ গ্রহন করেন।