মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহায়তা করে চলেছে। এ ধারাবাহিকতায় সোমবার দুপুরে বান্দরবানের আলীকদম সেনাবাহিনীর উদ্যোগে লামা উপজেলার দুর্গম পাহাড়ি গজালিয়া ইউনিয়নের ১০০ কর্মহীন ও ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় সেনাবাহিনীর আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মনজুরুল হাসান (পিবিজিএম,পিএসসি), গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যথাযথ স্বাস্থ্য বিধি মেনে গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সহায়তা হিসেবে দেয়া হয় চাল, আটা, ডাল, লবণ, খেজুর সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।

খাদ্য সামগ্রী প্রদানের সময় আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মনজুরুল হাসান (পিবিজিএম,পিএসসি) বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার প্রদত্ত বিধি নিষেধ অনুসরণে কার্যকরী ভূমিকা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহযোগিতা প্রদান করছে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এলাকায় শান্তি, শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে সকলের সহযােগীতা কামনা করেন সেনাবাহিনীর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মনজুরুল হাসান।