সিবিএন ডেস্ক:
রামু উপজেলার বাঁকখালী নদীতে আরও একটি সেতু নির্মাণ অনুমোদন হয়েছে। স্বাধীনতার পরে রামুর কাউয়ারখোপের মনিরঝিল ও নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী ছিলো, বাঁকখালী নদীর ওপর একটি সেতু নির্মাণ। দুই উপজেলার প্রায় ষাট হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থার সীমাহীন কষ্ট দীর্ঘ বছরের। স্বাধীনতার পঞ্চশ বছর পর বাঁকখালী নদীতে ‘কাউয়ারখোপ-মনিরঝিল সেতু’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন, কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
‘কাউয়ারখোপ-মনিরঝিল সেতু’র নক্শা পরিকল্পনা ও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে গতকাল রবিবার (২২ আগস্ট) দুপুরে সেতু নিমার্ণ স্থান পরিদর্শন করেছেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কনসালট্যান্ট আকতারুজ্জামান। রামুর কাউয়ারখোপ ইউনিয়নে বাঁকখালী নদীতে ১২০ মিটার দীর্ঘ এ সেতু’র নির্মাণ কাজ আগামী নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে শুরু করা হবে বলে জানান তিনি।
রামু উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ- সহকারী প্রকৌশলী মো. আলা উদ্দিন খাঁন জানান, নক্শা ডিজাইজান চুড়ান্ত হলই, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে হাইড্রোলজিক্যাল ও মরফোলজিক্যাল সমীক্ষা রিপোর্ট প্রস্তত করার লক্ষ্যে বিশেষজ্ঞ টিম আসবেন সয়েল টেস্ট ও ডিজিটাল সার্ভে করার জন্যে। এ মাসের শেষে অথবা আগামী মাসের শুরু দিকে ঢাকা থেকে এ টিম আসতে পারে বলে তিনি জানান।
সেতুটি নির্মাণ শেষ হলে, রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার পঞ্চশ-ষাট হাজার মানুষের যাতায়াতে চরম দূর্ভোগের অবসান হবে বলে জানিয়েছেন, স্থানীয়রা। ‘কাউয়ারখোপ-মনিরঝিল সেতু’র নক্শা পরিকল্পনায় স্থান পরিদর্শনে পৌঁছালে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কনসালট্যান্টকে স্বাগত জানায় কাউয়ারখোপ-মনিরঝিলের শতাধিক বাসিন্দাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ সময় উপস্থিত ছিলেন, রামু উপজেলা সহকারি প্রকৌশলী হাসিবুল হাসান ডিও, উপ- সহকারী প্রকৌশলী মো. আলা উদ্দিন খাঁন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামশুল আলম, মনিরঝিলের বাসিন্দা কবি ও প্রাবন্ধিক এম সুলতান আহমদ মনিরী, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, রামু উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওসমান সরওয়ার মামুন, সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, সাইমুম সরওয়ার কমল এমপি’ পিএস জেলা স্বেচ্ছা সেবক লীগ নেতা মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম, আবদুল মালেক, প্রবীন আওয়ামী লীগ নেতা তৈয়ব উদ্দিন সিরাজ, ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিজম, স্বেচ্ছা সেবক লীগ নেতা মনজুর আলম, ছাত্রলীগ নেতা ছানাউল্লাহ বাবুল প্রমুখ।
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ জানান, কাউয়ারখোপ-মনিরঝিল সেতু নির্মাণ কাজ শেষ হলে, দীর্ঘ বছরের অবহেলিত জনপদ মনিরঝিলের দ্রুত অবকাঠামোগত উন্নয়ন হবে। মাননীয় সাংসদ আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলের আন্তরিক প্রচেষ্টায় কাউয়ারখোপ-মনিরঝিল সেতু নির্মাণ অনুমোদন হয়েছে। অচিরেই এ জনপদের মানুষ যোগাযোগ ব্যবস্থার সুফল পাবে ইনশাআল্লাহ।