সংবাদদাতা:
ঈদগাঁও অক্সিজেন ব্যাংকের ‘মাস্ক বিতরণ সপ্তাহ’ এর ধারাবাহিক মানবিক কর্মসূচির ৪র্থ দিনে দুই হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বাজারের বিভিন্ন পয়েন্টে নানা শ্রেনিপেশার মানুষের মাঝে মাস্ক দেয়া হয়। চালানো হয় সতর্কতামূলক প্রচারণাও। বৃহস্পতিবারসহ গত চারদিনে ১০ হাজার মাস্ক বিতরণ করেছে ঈদগাঁও অক্সিজেন ব্যাংক।

মাস্ক বিতরণ ও প্রচারণায় বলা হয়, করোনা সংক্রমণমুক্ত থাকতে চাইলে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। এই মূহূর্তে মাস্কের বিকল্প নাই। নিজে মাস্ক পরুন। অপরকে মাস্ক পরতে উৎসাহিত করুন। স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিজের সুরক্ষা নিশ্চিত করুন। পরিবারের সুরক্ষা দিন,সবাইকে নিরাপদ রাখুন।

এ সময় ঈদগাঁও অক্সিজেন ব্যাংকের উপদেষ্টা ডাঃ রূপস পাল, স্বাস্থ্যকর্মী এনামুল হক, ঈদগাঁও বাজার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক নুুরুল আমিন, ঈদগাঁও অক্সিজেন ব্যাংকের সমন্বয়ক সাহাব উদ্দিন, রাশেদ কামাল রাশেল, আজিজুর রহমান রাজু, ইব্রাহিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঈদগাঁও অক্সিজেন ব্যাংকের কার্যক্রমে নানাভাবে সহযোগিতা ও টেলিমেডিসিনসেবা দিয়ে যাচ্ছেন- ডা. শাহজাহান নাজির, ডাঃ রূপস পাল, ডাঃ মুজিবুল হক, ডাঃ শামসুল হুদা ও ডাঃ শামীম রাসেল।