তানশীর উদ্দীন:
নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের আবেদনপত্র ২৬ আগস্ট এবং ২৭ আগস্ট পর্যন্ত ফি গ্রহণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) বাংলাদেশ নার্সি ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘সরকারি ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের আবেদনপত্র গ্রহণের সময়সীমা আগামী ২৬ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এবং ফি গ্রহণ ২৭ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃতদের এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় নম্বরপত্র (মার্কশিট) স্ব-স্ব বোর্ডে থেকে সঠিকতা যাচাই (ভেরিফিকেশন) করে এবং বাংলাদেশি নাগরিক বিদেশ থেকে অর্জিত ডিগ্রি/O-Level/A-Level এর GPA/Equivalence Certificate সংগ্রহ করে আগামী ২৯ আগস্ট বিকাল পাঁচটার মধ্যে কাউন্সিলে জমা নিশ্চিত করতে হবে।’

‘এ সংক্রান্ত অন্যান্য নিয়মাবলী জন্য ভর্তি বিজ্ঞপ্তি ও ফরম পূরণ সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে হবে’ বিজ্ঞপ্তিতে যোগ করা হয়।