আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

লোহাগাড়ায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার ( ১৮ আগস্ট ) দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বিআরডিবির হল রুমে আয়োজিত সেমিনার কক্ষে ১৫ জন উদ্যোক্তাকে ব্যাংক চেকের মাধ্যমে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঋণ বিতরণ করেন চট্টগ্রাম – ১৫ আসনের সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু ।

এতে স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী আরমান বাবু রোমেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের চট্টগ্রামের উপ-পরিচালক মোরশেদ আলম, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মুহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ।

এসময় প্রধান অতিথি ড. আবু রেজা নদভী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গ্রাম হবে শহর। শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামের মানুষ পাবে। যারা ঋণ গ্রহণ করেছেন তাদের সঠিকভাবে কাজে লাগানোর অনুরোধ জানান।