অনলাইন ডেস্ক:
আফগানিস্তান ছাড়তে মরিয়া মানুষকে ভারতে আসতে দেওয়ার জন্য ফাস্ট-ট্র্যাক ই-ইমারজেন্সি ভিসা দেওয়া শুরু করল ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিবৃতি এ কথা জানান।

এতে বলা হয়, ভারত সরকার লাগাতার আফগানিস্তানে অবস্থিত আফগান শিখ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে। যে সকল ভারতীয় আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক, তাদের ভারত সরকার ভারতে পুনরায় ফেরানোর ব্যবস্থা করবে। আফগানিস্তানের যে সকল প্রতিষ্ঠানের সঙ্গে ভারত সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কেন্দ্র। সূত্র: হিন্দুস্তান টাইমস