প্রেস বিজ্ঞপ্তি:

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে নিজের নিজস্ব অর্থায়নে দুস্থদের। মাঝে ত্রাণ বিতরণ করেছে কক্সবাজার গণপূর্ত বিভাগ।

নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ এর নেতৃত্বে এসব ত্রাণ বিতরণ করা হয়।

জানা যায়, গণপূর্ত অধিদফতর এর সকল পর্যায়ের কর্মকর্তাদের একদিনের বেতনের টাকা দিয়ে সারাদেশে অসংখ্য গরীব ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে।

দপ্তরটির প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের উদ্যোগে ও তত্বাবধানে এ উদ্যোগ নেয়া হয়।

কক্সবাজার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুশান্ত কুমার দে জানান, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরের সারা দেশের একই কার্যক্রমের অংশ হিসেবে সকালে অরুনোদয় স্কুল প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বাদ জোহর গণপূর্ত ক্যাম্পাসে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং বিকেলে ত্রাণ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এসময় কক্সবাজার গণপূর্ত বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনলাইন ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে সারাদেশে একযোগে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন গৃহায়ণ গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এসময় আরো যুক্ত ছিলেন পূর্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।