ইমাম খাইর, সিবিএন:
তুরস্কের আংকারা বিশ্ববিদ্যালয়ের ইলাহিয়াত ফ্যাকাল্টি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ পাহাশিয়াখালীর বাসিন্দা মিজানুর রহমান।

তার পিএইচডি থিসিসের বিষয় ছিল- BENGALCE KUR’AN’I KERİM ÇEVİRİ ÇALIŞMALARI VE
DEĞERLENDİRMESİ (An evaluation of the translations of the Holy Qur’an in Bengali)।

ড. মিজানুর রহমানের পিতা মাস্টার নুরুল হক। মাতা নুর নাহার।

তিনি ১৯৯৬ সালে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা থেকে দাখিল, ১৯৯৮ সালে আলিম, ২০০০ সালে ফাজিল (ডিগ্রি) কৃতিত্বের সাথে পাশ করেন। এরপর বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে পৃথক শিক্ষাবর্ষে দুই বিষয়ে কামিল (মাস্টার্স) করেন। চট্টগ্রামের চুনতি হাকিমিয়া কামিল (এম.এ) মাদরাসা থেকে ‘হাদিস’ এবং দারুল উলুম কামিল মাদরাসা থেকে ‘তাফসীর’ বিষয়ে কামিল।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) থেকে কুরআনিক সাইয়েন্স বিষয়ে ২০০৬ সালে অনার্স এবং ২০০৮ সালে মাস্টার্স করেন।

রেকর্ড সংখ্যক গ্রেড পয়েন্টের স্বীকৃতি হিসেবে তাকে ‘ভাইস চ্যান্সেলর প্রাইজ’ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মাস্টার্স সমাপনীর পরেই একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন প্রায় ২ বছর।

সাধারণ ও মাদরাসা শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি শেষে ২০১৫ সালের সেপ্টেম্বরে তুরস্কে গমন করেন মিজানুর রহমান।

তিনি তুরস্কে বাংলাদেশী ছাত্রদের সংগঠন South Asian Youth Organisation (SAYO), Turkey এর Higher Advisory Board এর প্রেসিডেন্ট। ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট এর শিক্ষক।

সেখানে স্বপরিবারে বসবাস করেন মিজানুর রহমান। সাংসারিক জীবনে তিনি ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।

এই অর্জনে মহান আল্লাহর অফুরন্ত শুকরিয়া জ্ঞাপন করেন ড. মিজানুর রহমান। সফলতা মা-বাবা ও শিক্ষকদের উৎসর্গ করেছেন তিনি।

সেই সঙ্গে সকলের দোয়া কামনা করেছেন।