মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

উখিয়ার পালংখালীর থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা টেবলেট সহ ২ জন রোহিঙ্গা ইয়াবাকারবারীকে আটক করা হয়েছে। র‍্যাব-১৫ একটি টিম এক অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবা টেবলেট উদ্ধার করে।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেসন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার ১১ আগস্ট রাত ১ টা ১৫ মিনিটের দিকে থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি- ব্লক, সাব ব্লক ডি-২ এর ফাতেমা খাতুনের বসতঘরে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তাবর্তি ১ লক্ষ ২০ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে।

এসময় রোহিঙ্গা শরনার্থী নুর মোহাম্মদের স্ত্রী ও রহিমা খাতুনের কন্যা ফাতেমা খাতুন (৩৪) এবং আবু সিদ্দিক ও লালমতি’র পুত্র জানে আলম’কে গ্রেপ্তার করা হয়। তারা ২ জনের ঠিকানা হচ্ছে-থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি- ব্লক, সাব ব্লক ডি-২ তে।

ধৃত রোহিঙ্গা ইয়াবাকারবারীরা দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে ইয়াবা টেবলেট এনে দেশের বিভিন্ন স্থানে বেচা-কেনা করত বলে র‍্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা সহ গ্রেপ্তারকৃত রোহিঙ্গা ইয়াবাকারবারীদ্বয়কে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে কোর্ট ইন্সপেক্টরের মাধ্যমে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে উখিয়া থানা সুত্রে জানা গেছে।