ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার পৌরসভার আলির জাহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসায় ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে কর্ণারের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস.এম নূরুল হক (বীর প্রতীক)।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ছিল বলেই বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের নাম স্থান পেয়েছে। তাকে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে অবহেলা মানে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। বঙ্গবন্ধু কর্ণার থেকে শিক্ষার্থীরা অনেক অজানা ইতিহাস জানবে। শিখবে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের কথা।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহাব উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক রুস্তম আলী চৌধুরী।
মাদরাসার সহসুপার মাওলানা শফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিচালনা কমিটির সদস্য ফরহান উল্লাহ, জুবাইরুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক বাবুল ও আন্জুমান বাহার।
এতে অভিভাবক মোহাম্মদ সেলিম, শিক্ষক মাওলানা রহিম উদ্দিন, মাষ্টার সাহাদাত হোছাইন, মাষ্টার নুরুল আবছার, রোকেয়া বেগম, সেলিনা আকতার, রিদওয়ানুর রহমান, মোহাম্মদ নুর, মন্জুর আলম ও মুহিববুল্লাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর শাহাব উদ্দিন সিকদার সভাপতির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তাকে বাদ রেখে বাংলাদেশ কল্পনা করা যাবে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বঙ্গবন্ধু কর্ণার’ স্থাপনের মাধ্যমে দেশের প্রকৃত ইতিহাস জানার ব্যবস্থা করেছেন। আমরা প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ।
সবশেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত সুপার মাওলানা আনোয়ারুল ইসলাম।