নিজস্ব প্রতিবেদক:
শহরের ঐতিহ্যবাহী টেকপাড়ায় শত বছরের গভীর নলকুপের জায়গা লীজ নেওয়ার নামে দখলের পাঁয়তারা চালায় একটি চক্র। যার অংশ হিসেবে ওইস্থানে রাতারাতি বসানো হয় সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক মিটার। বিষয়টি এলাকাবাসী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানকে জানান ।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার (০৯ আগষ্ট) বিকালে টেকপাড়ায় ছুটে যান পৌর মেয়র। এসময় তিনি গভীর নলকূপের জায়গা পরিদর্শন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। পরে গভীর নলকূপ নিয়ে সৃষ্ট সমস্যার তাৎক্ষণিক সন্তোষজনক সমাধান দেন। পাশাপাশি গভীর নলকূপের জায়গা কক্সবাজার পৌরসভার তত্ত্বাবধানে দৃষ্টিনন্দন করতে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় কক্সবাজার পৌরসভার উপ—সহকারী প্রকৌশলী টিটন দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে গভীর নলকূপের জায়গা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করে দেওয়ায় পৌর মেয়র মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।