চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম নগরের চকবাজার ও বাকলিয়া থানার ওসি পদে নতুন দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

চকবাজার থানার নতুন ওসি মো. ফেরদৌস জাহান ও বাকলিয়া থানার ওসি রাশেদুল হক। প্রথমজন কর্ণফুলীর ওসি তদন্ত ও দ্বিতীয়জন ডিবি পুলিশের পরিদর্শক ছিলেন।

শনিবার (৭ আগষ্ট) চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ সংক্রান্ত আদেশ দিয়েছেন।

এর আগে চলতি বছরের ২২ এপ্রিল নগর গোয়েন্দা পুলিশ থেকে বদলি করে চকবাজার থানায় পদায়ন করা হয় মুহাম্মদ আলমগীরকে। একইদিন চকবাজার থানার ওসি রুহুল আমিনকে বদলি করা হয় পার্শ্ববর্তী বাকলিয়া থানায়।

এরপর গত ৭ জুলাই অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ড. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চকবাজার থানার ওসি মুহাম্মদ আলমগীরকে রাজশাহী রেঞ্জে ও বাকলিয়া থানার ওসি রুহুল আমিনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়।

এরপর গত ২ আগস্ট আগের আদেশ বাতিল করে চকবাজার থানার ওসি মুহাম্মদ আলমগীরকে পুলিশের ঢাকা রেঞ্জে বদলি করে পুলিশ সদরদপ্তর। বদলিকৃত কর্মস্থল ঢাকা রেঞ্জে যোগদান করতে আগামী ১১ আগস্টের মধ্যে ওসি আলমগীরকে সিএমপি থেকে ছাড়পত্র নিতে বলা হয়েছে। তা না হলে পরদিন তিনি ‘স্ট্যান্ড রিলিজের’ আওতায় পড়বেন।