শ্যামল রুদ্র, খাগড়াছড়ি :

খাগড়াছড়ির দীঘিনালায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম রুহুল আমিন মানিক (৩২)। সে উপজেলার মুসলিম পাড়া গ্রামের আবদুল হকের ছেলে। শনিবার দুপুরে পাশের হেডম্যান পাড়া গ্রামের বাহার মিয়া নামের এক ব্যক্তির বিদ্যুতের সংযোগ মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানাযার, শনিবার (৭আগষ্ট) দুপুরে হেডম্যান পাড়া গ্রামে বাহার মিয়ার বাড়ীর বিদ্যুৎ সংযোগ মেরামত করার জন্য বিদ্যুতের খুটির উপর উঠে। কাজ করার এক পর্যায়ে পিলারের উপর বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে বিদ্যুতের পিলার সংলগ্ন জলিল মিয়ার ঘরের চালের উপর আছড়ে পড়লে সেখান থেকে মাটিতে লুটিয়ে পড়ে। রুহুল আমিন মানিক (৩২) এর স্ত্রী দীলরুবা বেগম দশ মাসের সন্তান সম্ভবা। তাঁদের ৭ বছরের ১ মেয়ে এবং সাড়ে ৩ বছরের ছেলে রয়েছে।

স্থানীয়রা উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।দীঘিনালা উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তম্ময় তালুকদার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।