আলমগীর মানিক, রাঙামাটি:
সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটির ৪৯টি ইউনিয়ন এবং রাঙামাটি ও বাঘাইছড়ি দুটি পৌরসভায় ৩১ হাজার ৬০০ মানুষকে প্রথম ডোজ টিকা প্রদান করা হচ্ছে। ২৫ বছরের উর্দ্ধে নারী ও পুরুষ এই টিকা গ্রহণ করছে।

শনিবার সকাল ৯টা থেকে রাঙামাটি ও বাঘাইছড়ি পৌরসভার ১৮টি কেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে প্রতিটি কেন্দ্রে করোনা টিকা প্রদান করা হচ্ছে। রাঙামাটি স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা আগ্রহীদের টিকা প্রদান করছেন।

সরকারের এই টিকা কার্যক্রম বাস্তবায়ন করতে রাঙামাটি স্বাস্থ্য বিভাগের পাশাপাশি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

সকালে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, পৌরমেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী’সহ অন্যান্য কর্মকর্তারা রাঙামাটির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে। টিকা গ্রহণকারীরা রাঙামাটির প্রতিটি কেন্দ্রে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করতে দেখা গেছে।

এদিকে নানিয়ারচর উপজেলার ০৪ ইউনিয়নে ১টি কেন্দ্রে অগ্রাধিকার ভিত্তিতে ৬০০ জনকে টিকা প্রদান করা হচ্ছে।