এম.জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়া উপজেলার কোনাখালীতে সিসি ব্লকদ্বারা স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে ইউনিয়নের মাতামুহুরী নদীর কাইজ্জারডিয়া বেড়িবাঁধ অংশে বিশাল মানববন্ধন করেছে এলাকাবাসি। শুক্রবার বেলা ১১টার দিকে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ বাস্তবায়ন কমিটি এ কর্মসুচির আয়োজন করে।

সম্প্রতি ভয়াবহ বন্যায় মাতামুহুরি নদীর বেড়িবাঁধ ভেঙে উপজেলার কোনাখালী, ভেওলা মানিকচর, ঢেমুশিয়া, পশ্চিম বড় ভেওলা ও পূর্ব বড় ভেওলা এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই অবস্থায় মাতামুহুরি নদীর এসব ভাঙন এলাকায় ঠিকসই বেড়িবাঁধ অত্যান্ত জরুরি হয়ে পড়েছে। প্রতিবছর পানি উন্নয়ন বোর্ডের আওতায় ওই একইখানে কছু কিছু সংস্কার কাজ করা হলেও তা টেকসই হয়না। মুলত কাইজ্জারডিয়া অংশের বেড়িবাঁধে অস্থায়ী সংস্কারকাজের কারণে প্রতিবছর ঠিকাদারী প্রতিষ্ঠানে জড়িতদের পকেট ভারী হলেও অস্থায়ী নির্মাণকাজ ভারী বর্ষণে পাহাড়ি ঢলের তোপের মুখে একবছরের মধ্যে পানিতে তলিয়ে যায়। তাতে জনগনের দুর্ভোগ আগের মতো থেকে যায়।

পানি উন্নয়ন বোর্ডের আপদকালীন জরুরী মেরামত প্রকল্পের আওতায় কিছু কাজ হলেও তা দিয়ে বন্যার সময় বেড়িবাঁধ রক্ষা হয়নি। এ অবস্থায় সেখানে টেসকই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসির অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক এডভোকেট মোহাম্মদ ইয়াসিন, সাবেক মেম্বার আহমদ হোসেন, সাংবাদিক আকতার উদ্দিন রানা, প্রবীণ মুরব্বি নুরুল হুদা, মৌলভী আকতার উদ্দিন আজাদ, আমিনুল হক,গিয়াস উদ্দিন,প্রবাসীসৈদুল হক, পারভীন আক্তার, জুলপিকার, ওজুফা খানম, ডাঃ মাহমুদুল করিম প্রমূখ।

বক্তারা অবিলম্বে কোনাখালীতে একটি টিকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানান।