সংবাদ বিজ্ঞপ্তি:
ঈদগাঁও উপজেলার ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি’৭১ ব্যাচের সতীর্থ পোকখালী ইউনিয়নের বাসিন্দা মোস্তাফিজুর রহমান (৬৭) আজ ৬ আগস্ট, ২০২১ জুম্মাবার কক্সবাজারে একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি— রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শনিবার সকাল ৯টায় পশ্চিম পোকখালী মালমুরাপাড়ায় তার নামাজে জানাজা শেষে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সতীর্থ-৭১ সম্মিলন ও মিলনমেলা বাস্তবায়ন কমিটি-২০২১ এর নেতৃবৃন্দসহ ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সতীর্থরা। নেতৃবৃন্দ এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করার জন্য রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছেন। একই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতি প্রদান করে শোক প্রকাশ করেছেন, সতীর্থ-৭১ সম্মিলন ও মিলনমেলা বাস্তবায়ন কমিটির সভাপতি সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক মকবুল আহমদ, সাধারণ সম্পাদক বিআরডিবি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহম্মদ এডভোকেট মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ মহেশখালী ফিশারিজের ব্যবস্থাপনা পরিচালক আবদুল শুক্কুর সিআইপি, নির্বাহী সদস্য কবি রুহুল কাদের বাবুল, নির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ আবুল কালাম ফরাজী, ছাবের আহমদ (দক্ষিণ মিঠাছড়ি), মুহাম্মদ হেফাজত উল্লাহ (ঈদগাঁও), আকবর আহমদ (উখিয়া), বীর মুক্তিযোদ্ধা এস এম কামাল উদ্দিন (ডুলহাজারা), মাস্টার নজির আহমদ (ঈদগাঁও) ও কক্সবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রধান সহকারি নুরুল হুদা (ভারুয়াখালী), অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার সুনীল কুমার শর্মা (রামু), ঈদগঁাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোহাম্মদ শের আলী, বীরমুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ (রামু), কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী (কুতুবদিয়া), ডাক্তার আনিসুল মওলা (কক্সবাজার), ইঞ্জিনিয়ার ফরিদুল আলম (কক্সবাজার), ইঞ্জিনিয়ার ফিরোজ আহমদ (কক্সবাজার), খুরুস্কুল হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন (খুরুস্কুল), অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি রোশনে আরা (কক্সবাজার), পিএমখালী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্রাহ, একরামুল হক (বরইতলী), জাহাঙ্গীর আলম চৌধুরী (রাজাখালী), কুতুবদিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মান্নান, কুতুবদিয়া বরঘোপ ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শাকের উল্লাহ, শাহাদাত হোসাইন (কুতুবদিয়া), এডভোকেট বদিউর রহমান (উখিয়া), অবসরপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর (চট্টগ্রাম), মনজুরুল আলম চৌধুরী (মহেশখালী), বীরমুক্তিযোদ্ধ মো. এচারুল হক চৌধুরী (ঈদগাঁও), মুহম্মদ মনসুর আলম (ঈদগাঁও), মোহাম্মদ আসেম (রামু), মাস্টার ফরিদুল আলম (ঈদগাঁও), জিয়াবুল হক (খুটাখালী), মাস্টার ফরিদুল আলম (ইসলামপুর), কাজী মাহে আলম (খুটাখালী), মাস্টার নূরুল কবির (পোকখালী), মাস্টার মোস্তাফিজুর রহমান (চৌফলদন্ডি), মাস্টার আমিনুল হক (ঈদগাঁও), রশিদ আহমদ (ঈদগাঁও) ও মোতাহের হোসেন (ঈদগাঁও), হাজী ছিদ্দিকীয়া মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক সামশুদ্দিন আহমদ (ভারুয়াখালী), গোলাম কাদের (ভারুয়াখালী), মোহাম্মদ জকরিয়া (গর্জনিয়া) প্রমুখ।