শ্যামল রুদ্র, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন/২১ উৎসব মূখর পরিবেশে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

১১টি পদের মধ্যে সভাপতিসহ ৭টি পদে সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। একমাত্র সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থীর মধ্যে চলে ভোট যুদ্ধ। এতে ৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মান্নান। অপর দুই প্রার্থীর মধ্যে এইচএম আলমগীর হোসাইন পেয়েছেন ৪ ভোট এবং মোঃ শহীদুল ইসলাম পেয়েছেন ২ ভোট।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্র মতে জানাগেছে, প্রেস ক্লাবের ১৬জন ভোটারের মধ্যে ১৫ জন ভোটার শুধু সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট প্রদান করেন। অপরদিকে সভাপতি, সহসভাপতি ও সাংগঠনিকসহ ৭টি পদে সকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

৬ আগস্ট বিকাল সোয়া ৩ টায় অনুষ্ঠিত ভোট শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এসএম জাহাঙ্গীর আলম, সদস্য মোঃ মনির হোসেন ও সহকারী সদস্য
মোঃ রবিউল হোসেন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।
এতে সাধারণ সম্পাদক আবদুল মান্নান ল্যাপটপ প্রতীক পেয়েছেন ৯ভোট। এইচএম আলমগীর হোসাইন কলম প্রতীক পেয়েছেন ৪ ভোট এবং মোঃ শহীদুল ইসলাম ক্যামরা প্রতীক পেয়েছেন ২ ভোট।

নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন গাজী টিভির খাগড়াছড়ি প্রতিনিধি ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ জসিম উদ্দীন মজুমদার।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অনান্যরা হলেন, সহ-সভাপতি আব্রে মারমা, সাংগঠনিক সম্পাদক চাইথোয়াইঅং মারমা মিন্টু, অর্থ সম্পাদক মোক্তাদীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আকতার হোসেন, দপ্তর ও পাঠাগার সম্পাদক কাউছার হামিদ আপন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন।