অনলাইন ডেস্ক
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র দাবানলের হাত থেকে রক্ষা পেয়েছে। বুধবার ওই তাপবিদ্যুৎ কেন্দ্রের আঙ্গিনায় দাবানল ছড়িয়ে পড়লে দ্রুত দমকল কর্মীরা তা নেভানোর চেষ্টা করেন।

সেখানে বড় বড় গাছের ওপর দিয়ে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায় এবং দ্রুত হেলিকপ্টার থেকে সেখানে পানিবর্ষণ করা হয়। রাতভর ওই এলাকার লোকজন এবং পর্যটকদেরকে জাহাজে করে সরিয়ে নেওয়া হয়েছে।

এক সপ্তাহের বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে জ্বলছে তুরস্ক। দেশটির দমকল বাহিনী আগুন নেভানোর জন্য অব্যাহত প্রচেষ্টা চালাচ্ছে। দেশটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী ইরান, আজারবাইজান, ইউক্রেন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান এই দাবানলকে তুরস্কের জন্য চরম ভোগান্তি বলে উল্লেখ করেছেন। দাবানলে হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে এবং হাজার হাজার তুর্কি নাগরিক ও পর্যটকদের পালাতে হয়েছে কিংবা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।

দাবানলে এ পর্যন্ত আট জন নিহত হয়েছেন এবং পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন- বিদ্যুৎকেন্দ্রের কাছে দাবানল ছড়িয়ে পড়া ভয়াবহ বিপদের ইঙ্গিত।