চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯ জন।

বৃহস্পতিবার(৫আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে মোট ৮৭ হাজার ৫৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

২৪ ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৭৯ টি নমুনা পরীক্ষায় ২৪৯ জনের, বিআইটিআইডি ল্যাবে ৭৫৯টি নমুনা পরীক্ষায় ২৭২ জনের, চমেক ল্যাবে ৩৭২ টি নমুনা পরীক্ষায় ৩৭২ জনের।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪২ নমুনা পরীক্ষায় ৫৭ জনের, শেভরন ক্লিনিক্যাল ল্যাবে ২৪২টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষায় ২৭ জনের, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবে (আরটিআরএল) ৩৯টি নমুনা পরীক্ষায় ১৫ জনের, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১২৮ টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় ২জনের এবং অ্যান্টিজেন টেস্টে ৮৪৪টি নমুনা পরীক্ষায় ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৩ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্তদের মধ্যে ৬৪১ জন নগরীর এবং ৪৭৬ জন উপজেলার। মৃতদের মধ্যে ৬ জন উপজেলার এবং ৩জন নগরীর।