সিবিএন :
কক্সবাজার জেলার চকরিয়া মাতামুহুরী নদীর শাখা সুর্মাখালে গতকাল ৩ জুলাই রাতে তিন কেজি দুইশো গ্রাম ওজনের তেলাপিয়া মাছ ধরা পড়েছে। এলাকার ফজলুল কায়েস সিকদার এর চাকজালে এ মাছ ধরা পড়ে। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাছটি একনজরে দেখার জন্য উৎসুক মানুষ ভীড় করছে শিকদার বাড়িতে। বাংলাদেশে এ পর্যন্ত এত বড় তেলাপিয়ার সন্ধান মিলেনি। সংবাদটি সিবিএনকে জানিয়েছেন কক্সবাজার সরকারী কলেজের ছাত্র শামসুদ্দিন মালেক ।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা গবেষক প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী সিবিএনকে কে বলেন,এই মাছটি তেলাপিয়া নাইলোটিকা জাতের। মাছটির বৈজ্ঞানিক নামঃ Oreochromis niloticus (অরিওক্রোমিস নাইলোটিকাস)। এধরনের মাছ সাধারণত খোলামেলা জায়গায় ভাল খাবার পেলে অনেক বড় হয় । আমি এর আগে কাপ্তাই লেক থেকে ২.৫ কেজি পর্যন্ত ওজনের তেলাপিয়ার সন্ধান পাই। বাংলাদেশ থেকে ৩.২ কেজি ওজনের তেলাপিয়া নাইলোটিকা মাছের কোন রেকর্ড আমার জানামতে নাই । উন্মুক্ত জলাশয় পেলে এবং না ধরলে এই মাছ তিন কেজির উপর হতে পারে বলে তিনি মন্তব্য করেন ।
ফজলুল কায়েস সিকদার এর চাচা ফজলুল কায়েস শিকদার এ বিষয়ে গিনেস বুকে দরখাস্ত করবেন বলে জানান।