টেকনাফ সংবাদদাতা:
টেকনাফের সাগরে নৌকা ডুবিতে এক জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আদর্শ গ্রামের মোঃ আব্দুল গফুরের ছেলে মোঃ বাবুল (২৭)।
জানা যায়, ১ আগস্ট (রবিবার) ভোররাতে সদর ইউনিয়নে দক্ষিণ লম্বরী নৌঘাট থেকে ৬ মাঝি মাল্লা নিয়ে ডিংগি নৌকায় মাছ শিকার করতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়ে নৌকা ডুবে যায় এতে ৫ মাঝি মাল্লা সাতরিয়ে উপকূলে আসতে পারলেও মোঃ বাবুল নিখোঁজ হয়।

নিখোঁজ মোঃ বাবুলের ভাই মোঃ ইলিয়াস জানান,আমার ভাই দীর্ঘ দিনধরে টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল এলাকার নুর মোহাম্মদ প্রকাশ
(শু নুম্মত) এর নৌকা দিয়ে সাগরে মাছ শিকার করতেন, আমার ভাই অসুস্থ হওয়ার কারণে মাছ শিকার করতে যেতে না চাইলেও নুর মোহাম্মদ এর ছেলে মোঃ হেলাল উদ্দিন জোরপূর্বক ভাবে নৌকাতে তুলে দিয়ে সাগরে পাঠিয়ে দেয়।
সাগরে যেতে না যেতে নৌকাটি ডুবে যায়। নৌকাতে ৬ জন জেলে ছিল ৬ জনের মধ্যে ৫ জন সাঁতার কেটে চলে আসলেও আমার ভাই সাগরের পানিতে ভেসে যায় । এখনো ভাই কে খুঁজে পাইনি।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলে মোঃ বাবুল কে নৌকার মালিক জোরপূর্বক ভাবে পাঠিয়েছে। বাবুল অসুস্থ হওয়া সত্বে ও অগ্রিম টাকা নেওয়ার কারণে জোরপূর্বক সাগরে মাছ শিকার করতে পাঠিয়েছে মালিক পক্ষ।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, টেকনাফ সদর ইউনিয়ন লম্বরী ঘাটে নৌকা ডুবির ঘটনা তিনি শুনেছেন।