নিজস্ব প্রতিবেদক :
এদিকে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের পক্ষ থেকে বন্যা কবলিত চকরিয়া পৌরসভার বড়ুয়া পাড়া ও রাখাইন পাড়ার কয়েকশত পরিবারের জন্য ত্রাণ হিসেবে ৫০ বস্তা চাল দেওয়া হয়েছে। গত শনিবার বিকেলেই বড়ুয়া পাড়া ও রাখাইন পাড়ার সমাজ কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে এই চাল প্রদান করা হয়।
এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, চকরিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এমপি মহোদয়ের পক্ষ থেকে রান্না করা, শুকনো খাবার বিতরণ অব্যাহতভাবে চলছে। পাশাপাশি এমপির পক্ষ থেকে পৌরসভার বড়ুয়া পাড়া ও রাখাইন পাড়ার বন্যা কবলিত কয়েকশ পরিবারকে ত্রাণ হিসেবে ৫০ বস্তা চাল প্রদান করা হয়েছে গত শনিবার বিকেলে।
তিনি জানান, বড়ুয়া পাড়া ও রাখাইন পাড়ার সমাজ কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে এমপি মহোদয়ের পক্ষ থেকে ৫০ বস্তা চাল প্রদান করা হয়েছে। পরে দুই পাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই বিতরণ করা হয়। এই পর্যন্ত এমপির পক্ষ থেকে প্রায় ৩১ হাজার পরিবারকে এই সহায়তার আওতায় আনা হয়েছে। যোগ করেন ব্যক্তিগত সহকারী।