নুরুল আমিন হেলালী:
সরকার ঘোষিত কঠোর লক ডাউন বাস্তবায়ন ও মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে জেলা স্কাউট, রোভার ও ডিসি কলেজের ছাত্রদের কয়েকটি সমন্বিত টিম।
কক্সবাজারে করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদের নির্দেশে স্বেচ্ছাসেবক টিম হিসেবে ৪র্থ দিন থেকে লকডাউন বাস্তবায়নে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা স্কাউট সদস্যরা কাজ করছে।
জেলা স্কাউট সম্পাদক তপন কুমার, কমিশনার মোঃ ইব্রাহিম, ফরিদুল আলম, উপজেলা সম্পাদক আব্দুল মজিদ ও সিনিয়র রোভার তামজিদের নেতৃত্বে কয়েকটি দলে ভাগ হয়ে স্কাউটরা শহরের বাস টার্মিনাল, কলাতলি ডলফিন মোড়, ঘুমগাছ তলা পয়েন্টে লকডাউন বাস্তবায়নে দ্বায়িত্ব পালন করছে।
স্কাউট সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট সমুহে জনসাধারণকে সচেতন করতে কাজ করছে।
জেলা স্কাউট সম্পাদক (সাবেক) ফরিদুল আলম জানান, কক্সবাজারে যতদিন পর্যন্ত কঠোর লকডাউন কার্যক্রম চলবে স্কাউট সদস্যরা ততদিন পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে।