সাইদুল ইসলাম ফরহাদ :

টানা ভারী বর্ষণে -জলোচ্ছ্বাস আর করোনা সংকটে দিশেহারা হয়ে পড়েছেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ৩নং উনছিপ্রাং, রইক্যং, কুতুবদিয়া পাড়ার ৪০-৫০টি পরিবার। সম্প্রতি নিম্নচাপ-লঘুচাপের প্রভাবে ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধ্বংস ও পানি প্লাবনে তাদের ঘর বাড়ি বাড়ি ভেঙে যায়। যখন তারা খাদ্য সংকটে ভোগে তখন খবর পেয়ে ছুটে যায় একদল তরুণ ছাত্র।
ছাত্র সংগঠন উনছিপ্রাং নলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কাছে একটি খবর আসে উনছিপ্রাং এলাকার পাহাড় ধ্বংসে ক্ষতিগ্রস্ত মানুষ ৪দিন ধরে কোন রকম খাদ্য সহায়তা পায়নি। তারা না খেয়ে ছিল অন্তত ১দিন। তাদের এমন দুঃখ ভরা বার্তা পেয়ে সংগঠনের সভাপতি -সাধারণ সম্পাদক তাদের জন্য উপহার হিসাবে কিছু খাদ্য সামগ্রী  তুলেদেন।
এই সংগঠনটি ২০১৪ সাল থেকে নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে আসছে।
ক্ষতিগ্রস্ত মানুষ গুলো এই উপহার পেয়ে অনেক খুশি হয়েছেন।
ক্ষতিগ্রস্তদের মধ্যে হেলাল উদ্দিন জানান, তাদের এই কাজ গুলো আমরা কোনদিন ভুলতে পারবো না। আল্লাহ তাদের সংগঠনকে আরো সমৃদ্ধ করুক।
ঐ সংগঠনের সভাপতি শেফায়েত উল্লাহ বলেন, দান করলে মানুষ গরীব হয়ে যায় না। সকলকে আহবান জানাবো এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাড়াঁনোর জন্য।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা একরামুল হাসান, আবুল কালাম, আব্দুল মালেক, আবদুল্লাহ, আলমগীর।