অত:পর আমিও ফেইসবুকের ছবি হয়ে যাব

-শফিউল আলম

করোনা একী দেখালে এ জনমে!
তোমার ভয়াবহ থাবা
অনেক সজনকে কেড়ে নিল আমা হতে,
যাদের হারিয়ে আমি নির্বাক,বিমূঢ়, দিশেহারা।
যে আমার ছিল ডানে
যে আমার ছিল বামে
যে আমার ছিল সামনে
যে আমার ছিল পিছনে
একে একে সবাই আমায় ছেড়ে
পাড়ি জমালো অনন্তের পথে।
যে বণিক প্রবর
মৃত্যুকে জয়ের স্বপ্ন দেখত,
সেও কীনা পরাজিত সৈনিকের বেশে
মাথা পেতে দিল করোনার কাছে!
যে ডাক্তার
সারাটি জীবন বাঁচাল পরের জান,
সেও কীনা
বেঘোরে হারালো আপন প্রাণ!
প্রতিদিন এ দৃশ্য দেখতে দেখতে,
শত মৃত্যুর খবর শুনতে শুনতে,
আমি অন্তরে গেঁথেছি এ কঠিন বিশ্বাস,
অতপর আমিও—
সবার মতো একদিন ফেইসবুকের ছবি হয়ে যাব।

লেখক: বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্বব্যাংক ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব।