মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

প্রবীণ চিকিৎসক, কক্সবাজার শহরের শহীদ স্বরণী (নিউ সার্কিট হাউস রোড) এর বাসিন্দা ডা. মীর সিরাজুল ইসলাম আর নেই। শুক্রবার ৩০ জুলাই সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকার বসুন্ধরায় তাঁর কনিষ্ঠ সন্তান রেজার বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তারেক সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মীর সিরাজুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা, অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের খতিব আল ফুয়াদ হাসপাতালে জ্যেষ্ঠ মেডিকেল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। পরোপকারী, সদালাপী, মানবিক চিকিৎসক ডা. মীর সিরাজুল ইসলাম চট্রগ্রাম মেডিকেল কলেজের প্রথম ব্যাচের কৃতি ছাত্র ছিলেন।তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, টিউমার সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুম ডা. মীর সিরাজুল ইসলাম কক্সবাজার জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ইউসুফ বদরী’র ভগ্নিপতি।