আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

টানা বর্ষণে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ডলু নদীর পাড় ঘেষা গারাঙ্গিয়া রশিদিয়া সড়কে বিভিন্নস্থানে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে।

বৃহস্পতিবার ( ২৯ জুলাই ) বিকালে ভাঙান স্থান পরিদর্শন করেছেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আবদুল মন্নান ও শাহজাহান চৌধুরী পারভেজ।

জানা যায়, আধুনগর খাঁনহাট বাজার হতে মছদিয়া হয়ে গারাঙ্গিয়ার আলুরঘাট পর্যন্ত এ সড়ক বিস্তৃত। ভাঙ্গন সৃষ্টি হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এ সড়ক দিয়ে প্রতিদিন সওদাগর পাড়া, সিপাহী পাড়া ও মছদিয়া বড়ুয়া পাড়ার প্রায় হাজার হাজার লোকজন যাতায়াত করেন ।

চলমান বর্ষণে কোন ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন মুহুর্তে ডলুর নদীর পানি ঢুকে গ্রাম প্লাবিত হতে পারে বলে আশংকা করেছেন স্থানীয়রা।

এছাড়াও টানা বর্ষণে একই ইউনিয়নের আধুনগর বাজার হতে কালীহাট সড়কের শরিমার পাড়ার পাশে পাগলী খালের ভাঙনে সড়কে বিলীন হওয়ার আশংকা রয়েছে। রুপবান পাড়া কিল্লা পুকুর মসজিদ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

জানতে চাইলে আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, গারাঙ্গিয়া রশিদিয়া সড়কটি খুবই জনগুরুত্বপুর্ণ।

টানা বর্ষণে সড়কটির একাধিক স্থানে বড় বড় ভাঙ্গন সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বিকালে ভাঙান স্থান পরিদর্শন করেছি।

তিনি আরো বলেন, সড়কটি সংস্কার ও ডলু নদীর ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করা হবে বলে জানান তিনি।