সংবাদদাতা:
মহেশখালী উপজেলায় হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনায়

অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড় ধসে পানবরজে-
কৃষিখাতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিশেষ করে পাহাড় ধসে পান বরজ পড়ে যাওয়া হোয়ানক রাজুয়ার ঘোনার কৃষকদের কোটি-কোাটি টাকার ক্ষতি হয়েছে।

এদেরমধ্যে জসিম উদ্দিন,
নামের এক কৃষক জানান অতিরিক্ত বৃষ্টির আঘাতে সর্বশান্ত হয়ে পড়েছে।

বৃষ্টির কারণে পাহাড় ধসে ৩০-৪০টি পান বরজ পড়ে যায়,
আমার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ঋন, দেনা এবং হারি করে জমি নিয়ে সেখানে পান চাষ করতে গিয়ে জসিম উদ্দিনের ভবিষ্যৎ এখন অন্ধকারে!
এদের মধ্যে যারা আরও ক্ষয়ক্ষতি হয়েছে।
দেলোয়ার, ওসমান গনি, ওসমান, হবির আহমদ,ইউনূস, রফিত আলম, শামশু আলম,বাবুল ,গিয়াস উদ্দিন।

পান বরজ গুলো ঠিক করে আবার পান চাষ করা সহ ঋন পরিশোধের সুবিধার্থে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের ও উপজেলা কৃষি অফিসারের সু-দৃষ্টি কামনা করেছেন কৃষকরা।